টাওয়ার স্থাপনে ভবন মালিকদের ভয় না পাওয়ার আহ্বান
“টাওয়ার রেডিয়েশন নিয়ে নানা রকম বিভ্রান্তি আছে, এটা ভিত্তিহীন। আমরা সরকারি, বেসরকারি সংস্থা বা ভবন মালিকদের কাছে নিশ্চিত করছি যে আপনারা ভয় পাবেন না।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) হোটেল শেরাটনে অনুষ্ঠিত টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ শীর্ষক আলোচনা সভায় এমনটাই বললেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির (স্পেকট্রাম) কমিশনার আমিনুল হাসান।
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে দেশের বিভিন্ন স্থানের ৭০টি মোবাইল টাওয়ারের রেডিয়েশন জরিপ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “টাওয়ারের রেডিয়েশনের ফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে যা আমরা নিয়মিতভাবে বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করি। আপনি যদি ভবিষ্যতে আরো উন্নততর সেবা পেতে চান তাহলে আরো বেশি মোবাইল সাইট স্থাপনের বিকল্প নেই।”
আমিনুল হাসান বলেন, “যেখানে রেডিয়েশন নেই, সেখানে জীবন নেই। সেখানে নেটওয়ার্কও নেই। তাই এটি ক্ষতিকর কি না সেটাই এখানে বিবেচ্য। পরীক্ষায় দেখা গেছে এই বিবিকরণ মাত্রা আন্তর্জাতিক মানের অনেক নিচে আছে। পরীক্ষায় সর্বোচ্চ মাত্রা দেখা গেছে ৭৫ দশাক ৫৪। এটি বৈশ্বিক মানের ৫০ শতাংশ নিচে। ”
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব এস এম ফরহাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহিদুল আলম, হুয়াওয়ে টেকনলজিস (বাংলাদেশ)-এর মার্কেটিং বিভাগের পরিচালক এস এম নাজমুল হাসান।